২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বাংলাদেশ প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সংস্থাটির বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রোচি জানিয়েছেন, এসব প্রস্তাবের ২০ শতাংশ ইতোমধ্যে চুক্তি স্বাক্ষর, জমি ইজারা ও বরাদ্দপত্রসহ অগ্রসর পর্যায়ে রয়েছে।
রাজধানীর বিডা অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি বলেন, বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, বিশেষ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড)। পাশাপাশি বিনিয়োগের মান ও স্থায়িত্ব নিশ্চিত করাও বিডার লক্ষ্য।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) জানিয়েছে, প্রস্তাবিত বিনিয়োগের প্রায় ৬০ শতাংশ এখনও যাচাই-বাছাই ও সম্ভাব্যতা যাচাই পর্যায়ে রয়েছে। এছাড়া ২০ শতাংশ রয়েছে গভীর পর্যালোচনার ধাপে।
বেজার নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম জানান, বিনিয়োগকারীদের সুবিধার্থে একটি ইউনিফাইড ইনভেস্টমেন্ট পোর্টাল চালু করা হচ্ছে, যেখানে বিনিয়োগ অগ্রগতি, জমির প্রাপ্যতা ও অনুমোদন সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
এছাড়া টেকসই বিনিয়োগ আকর্ষণে একটি গবেষণা ইউনিট কাজ করছে সম্ভাবনাময় খাত যেমন রাবার, ওষুধ, আসবাবপত্র ও পর্যটন খাতে। তবে কর্মকর্তারা সতর্ক করে বলেন, প্রস্তাব পাওয়া গুরুত্বপূর্ণ হলেও তা বাস্তবায়নে জমি, অবকাঠামো ও ইউটিলিটি সেবায় সমন্বিত উদ্যোগ জরুরি।