Skip to Content

মেট্রোরেলের ১৪ স্টেশনে দোকান ভাড়া দেবে ডিএমটিসিএল

August 27, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ঘোষণা দিয়েছে, এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ১৪টি স্টেশনে (আগারগাঁও ও কারওয়ান বাজার বাদে) মোট ৩১টি খুচরা দোকান (রিটেইল শপ) ভাড়া দেওয়া হবে। এই উদ্যোগ বাস্তবায়িত হবে ‘ডিএমটিসিএল বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা ২০২৩ (১ম সংশোধনীসহ)’ অনুযায়ী।

ডিএমটিসিএল জানায়, যাত্রীরা যাতায়াতের সময় যেন প্রয়োজনীয় পণ্য ও সেবা সহজেই পেতে পারেন, সে লক্ষ্যে এসব দোকান চালু করা হচ্ছে। এতে ক্ষুদ্র উদ্যোক্তা, বিনিয়োগকারী ও ব্র্যান্ডগুলোর জন্য নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি হবে।

আগ্রহীরা ১৭ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অফিস চলাকালীন সময়ে ডিএমটিসিএল-এর দিয়াবাড়ি অফিস (রুম নং ৩১৯, লেভেল-৩) থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। ফরমের মূল্য ৫ হাজার টাকা, যা পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে (অফেরতযোগ্য)। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৪ সেপ্টেম্বর বিকাল ৩টা।

আবেদনকারীদের জন্য একটি প্রি-বিড ব্রিফিং সভা ও সাইট পরিদর্শন অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর সকাল ১০টায়, ডিএমটিসিএল সম্মেলন কক্ষে (লেভেল-৫, দিয়াবাড়ি)।

ভাড়াটিয়া হতে ইচ্ছুক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট, আয়কর প্রদানের প্রমাণপত্র, ভ্যাট রেজিস্ট্রেশন, ব্যাংক লেনদেন বিবরণী ও আর্থিক সচ্ছলতার সনদ থাকতে হবে। একইসঙ্গে ব্যবসার বিস্তারিত পরিকল্পনাও জমা দিতে হবে, যেমন—কী বিক্রি করা হবে, পরিচালনার কাঠামো, জনবল ইত্যাদি।

চুক্তির প্রাথমিক মেয়াদ হবে পাঁচ বছর। আবেদন জমার সময় বার্ষিক ভাড়ার ১৫ শতাংশ জামানত জমা দিতে হবে। চুক্তির আগে বার্ষিক ভাড়ার ২০ শতাংশ নিরাপত্তা জামানত এবং এক বছরের ভাড়া অগ্রিম দিতে হবে। প্রতি বছর ভাড়া ৫ শতাংশ হারে বাড়ানো হবে।

সর্বোচ্চ দরদাতাকে উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে নির্বাচিত করা হবে। প্রয়োজনে দরদাতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, কাগজপত্রে জালিয়াতি ধরা পড়লে আবেদন বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হবে।

বিস্তারিত তথ্য পাওয়া যাবে ডিএমটিসিএল-এর অফিসিয়াল ওয়েবসাইটে: www.dmtcl.gov.bd

Editorialnews24 August 27, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages