বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশে নগদ টাকার চাহিদা প্রতি বছর প্রায় ১০ শতাংশ হারে বাড়ছে। এই চাহিদা পূরণে বছরে টাকা ছাপা ও বিতরণে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হচ্ছে।
বুধবার (২৭ আগস্ট) রাজধানীতে ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’-এ তিনি এ তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, নতুন করে পাঁচটি ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে এবং এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটাল করা হবে।