চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে বাংলাদেশ সরকার ১.২৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির সভায় এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন লুৎফে সিদ্দিকী, উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
বিনিয়োগ প্রস্তাবের মধ্যে ৪৬৫ মিলিয়ন ডলার বিদেশি, ৭০০ মিলিয়ন স্থানীয় এবং ৮৫ মিলিয়ন ডলার যৌথ বিনিয়োগ। এর মধ্যে সবচেয়ে বেশি প্রস্তাব—৩৩০ মিলিয়ন ডলার—চীনা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এসেছে।
বিডা জানায়, মোট প্রস্তাবের মধ্যে ২৩১ মিলিয়ন ডলারের প্রস্তাব ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে, যা প্রস্তাবের প্রায় ১৮ শতাংশ। বিশ্বমানে এই রূপান্তর হার গড়ে ১৫-২০ শতাংশ।