Skip to Content

পাগলা মসজিদের দানসিন্দুকে মিলেছে ৩২ বস্তা টাকা

August 30, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলার পর ৩২ বস্তা টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

৪ মাস ১৭ দিন (১৩৯ দিন) পর শনিবার (৩০ আগস্ট) সকাল সোয়া ৭টায় জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মো. হাছান চৌধুরী নেতৃত্বে দানবাক্সগুলো খোলা হয়।

টাকা সংগ্রহের পর প্লাস্টিকের বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে গণনার কাজ শুরু হয়। গণনায় অংশ নেন পাগলা মসজিদের মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩৪০ ছাত্র এবং রুপালী ব্যাংকের ১০০ কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৪৪০ জন।

সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি মসজিদ মাদ্রাসার ৩০ জন কর্মকর্তা-কর্মচারীও গণনায় সহায়তা করেছেন। এর আগে, চলতি বছরের ১২ এপ্রিল, পাগলা মসজিদের দানবাক্স থেকে ৯ কোটি ১৭ লক্ষ ৮০ হাজার ৬৮৭ টাকা উদ্ধার হয়েছিল।

Editorialnews24 August 30, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages