দেশে কাঁচা মরিচের উৎপাদন কমে যাওয়ায় চাহিদা মেটাতে ভারত থেকে মরিচ আমদানি করা হচ্ছে। কিন্তু এই আমদানিকৃত কাঁচা মরিচ নিয়েই বাজারে চলছে ভয়াবহ কারসাজি। কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেট চক্র অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে ভোক্তাদের পকেট কেটে নিচ্ছে।
মাত্র ১৫ দিন আগে যেখানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ৬০–৮০ টাকা, তা গত সপ্তাহে হঠাৎ করে বেড়ে দাঁড়ায় ২৮০–৩০০ টাকায়। আবার দুইদিন পরই দাম নেমে আসে ১০০–১২০ টাকায়। এভাবে হঠাৎ দাম বাড়া-কমায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।
তাদের অভিযোগ—বাজারে সরকারি মনিটরিংয়ের অভাবেই ব্যবসায়ীরা কারসাজিতে লিপ্ত হয়ে বাড়তি লাভ করছেন। বাজার নিয়ন্ত্রণে না থাকায় ভোক্তারা পড়ছেন চরম ভোগান্তিতে।
এ বিষয়ে বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, ভারত থেকে কাঁচা মরিচ আমদানির পর সব খরচ মিলিয়ে বন্দর পর্যন্ত খরচ পড়ে সর্বোচ্চ ৮০ টাকা কেজি। কিন্তু বাজারে মধ্যস্বত্বভোগীরা অতিরিক্ত মুনাফার জন্য দাম তিনগুণ পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে। তিনি বাজারে কঠোর নজরদারির আহ্বান জানান।