চলতি বছরের আগস্ট মাসে প্রবাসী আয় বেড়ে দাঁড়িয়েছে ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা টাকায় প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এ আয় ৮.৯% বেশি।
জুলাই ও আগস্ট মিলিয়ে মোট রেমিট্যান্স এসেছে ৪৯০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮.৪% বেশি।
অর্থনীতিবিদরা বলছেন, সরকার ঘোষিত প্রণোদনা ও ব্যাংকিং চ্যানেলের সহজলভ্যতার কারণে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে এবং হুন্ডির উপর নির্ভরতা কমছে।
চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষক এম হেলাল আহমেদ জনি বলেন, রেমিট্যান্স অর্থনীতির প্রাণশক্তি। এই ধারা ধরে রাখতে নতুন শ্রমবাজার খোঁজা, প্রবাসীদের দক্ষতা বৃদ্ধি ও হুন্ডি দমন জরুরি। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রিজার্ভ শক্তিশালী করা সম্ভব হবে।