বাজার স্থিতিশীল রাখতে ষষ্ঠ দফায় আরও ৪ কোটি ৭৫ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার আটটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ১২১.৭০ থেকে ১২১.৭৫ টাকা দরে এই ডলার কেনা হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বাজারে ডলারের সরবরাহ বেশি থাকায় রিজার্ভ থেকে বিক্রি না করে বাজার থেকেই ডলার কেনা হচ্ছে।
এর আগে পাঁচ দফায় কেন্দ্রীয় ব্যাংক মোট ৬২ কোটি ২০ লাখ ডলার কিনেছিল। ডলারের অতিরিক্ত চাহিদা না থাকায় ব্যাংকগুলো তাদের অতিরিক্ত ডলার বিক্রি করছে।
বর্তমানে দেশের রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের ওপরে, যা ভবিষ্যতের বিনিয়োগ চাহিদা মেটাতে সহায়ক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।