বিশ্ববাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ড স্পর্শ করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রতি আউন্সে দাম ৩,৫০০ ডলার ছাড়িয়ে যায়। দুর্বল ডলার ও মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশার কারণে স্বর্ণের চাহিদা বেড়ে এই মূল্যবৃদ্ধি হয়েছে।
রয়টার্স জানায়, বছরের শুরু থেকে স্বর্ণের দাম ৩৩% বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বরে ডেলিভারির জন্য সোনার ফিউচারও ১.৪% বেড়ে প্রতি আউন্সে ৩,৫৬৫.৫০ ডলারে পৌঁছেছে।
অর্থনীতিবিদরা বলছেন, মার্কিন অর্থনীতির দুর্বলতা এবং সুদের হার কমানোর আশায় বিনিয়োগকারীরা স্বর্ণে ঝুঁকছেন। এছাড়া মার্কিন শুল্ক আদেশ অবৈধ ঘোষণার পর ডলারের ওপর আস্থা কমায় স্বর্ণের দাম বাড়তে শুরু করে।
বাংলাদেশেও স্বর্ণের দাম বাড়ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ দিনেই প্রতি ভরিতে ১,৪৭০ টাকা বৃদ্ধি পেয়ে এখন দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকায়।