Skip to Content

রেকর্ড ছুঁয়ে কমলো স্বর্ণের দাম

September 4, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

বিশ্ববাজারে রেকর্ড দামে পৌঁছানোর পর আবারও কমেছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে আউন্সপ্রতি স্বর্ণের দাম কমে দাঁড়ায় ৩,৫৩০.৬৯ ডলারে, যা আগের দিনের তুলনায় ০.৮ শতাংশ কম। এর আগের দিন, বুধবার (৩ সেপ্টেম্বর), স্বর্ণের দাম আউন্সপ্রতি সর্বোচ্চ ৩,৫৭৮ ডলার ছুঁয়েছিল।

মার্কিন ফিউচার্স বাজারেও স্বর্ণের দাম কমেছে। ডিসেম্বর মাসের সরবরাহের জন্য আউন্সপ্রতি দাম ১.৩ শতাংশ কমে দাঁড়ায় ৩,৫৯০ ডলার।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর প্রত্যাশা এবং ফেডারেল রিজার্ভের নীতিগত অনিশ্চয়তা বিনিয়োগকারীদের স্বর্ণের প্রতি আস্থা বজায় রাখতে সহায়তা করছে। গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, "স্বল্পমেয়াদে সোনার দাম ৩,৮০০ ডলার ছাড়িয়ে যেতে পারে, তবুও তাতে অবাক হওয়ার কিছু নেই।"

মার্কিন শ্রম দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাসে চাকরির সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি হারে কমে দাঁড়িয়েছে ৭.১৮ মিলিয়নে। ফলে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক (ফেডারেল রিজার্ভ) শিগগিরই সুদের হার কমানোর পথে যেতে পারে।

সিএমই গ্রুপের ‘ফেডওয়াচ টুল’ অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর ফেডারেল রিজার্ভের বৈঠকে সুদের হার দশমিক ২৫ শতাংশ কমার সম্ভাবনা ৯৭ শতাংশ।

এদিকে শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামেও পতন দেখা গেছে।

রুপা: এক আউন্সের দাম কমে হয়েছে ৪০.৮২ ডলার—যা একদিন আগে ছিল ২০১১ সালের পর সর্বোচ্চ।

প্লাটিনাম: দাম কমে দাঁড়িয়েছে ১,৪০৯.৫৩ ডলার (০.৮% হ্রাস)।

প্যালাডিয়াম: ১.৬% কমে দাম হয়েছে ১,১২৯.৮২ ডলার।

সূত্র: রয়টার্স

Editorialnews24 September 4, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages