পোশাক শ্রমিকদের আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পরিশোধে বাংলাদেশ ব্যাংক জরুরি ভিত্তিতে ৮৮৬ কোটি টাকা ছাড় করেছে। এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে এ অর্থ বিতরণ করা হবে।
বিজিএমইএ জানায়, কিছু সংকটাপন্ন ব্যাংকের তারল্য ঘাটতির কারণে শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব হচ্ছিল না। বিজিএমইএর অনুরোধে বাংলাদেশ ব্যাংক দ্রুত পদক্ষেপ নেয়।
সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান কারখানাগুলোকে নির্ধারিত ব্যাংক থেকে শ্রমিকদের পাওনা বুঝে নিতে অনুরোধ জানিয়েছেন।