বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, কোনো ব্যাংকের মূলধন যদি ১০ শতাংশের নিচে নামে এবং প্রভিশন ঘাটতি থাকে, তাহলে সে ব্যাংক ডিভিডেন্ড বা বোনাস দিতে পারবে না—এমনকি কোনো কর্মকর্তাকেও বোনাস দেওয়া যাবে না।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবির এক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, ব্যাংক খাত ও অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ চলছে। রেমিট্যান্স ২১ শতাংশ বেড়েছে, রপ্তানি বাড়ায় ব্যালেন্স অব পেমেন্টে উদ্বৃত্ত এসেছে।
তিনি আরও বলেন, হুন্ডির হার কমেছে, অর্থ পাচারও আগের মতো হচ্ছে না, কারণ এখন সুশাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ডলার সংকট না থাকলেও টাকা সরবরাহে চাপে আছেন জানিয়ে গভর্নর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ চলছে, লক্ষ্যমাত্রা ৫ শতাংশে নামানো।
তিনি জানান, জুনের রিপোর্ট অনুযায়ী খেলাপি ঋণ ৩০ শতাংশ ছাড়াতে পারে। এজন্য ৫টি ব্যাংক একীভূত করার পরিকল্পনায় আগামীকাল (৭ সেপ্টেম্বর) থেকে আলোচনা শুরু হবে। এক-দুই বছরের মধ্যে এতে ব্যাংক খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।