রাজধানীর বাজারগুলোতে সবজির দাম লাগামছাড়া। আলু ছাড়া কোনো সবজির কেজি ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। ঢ্যাঁড়শ, পটোল, বেগুন, করলা, ঝিঙা বিক্রি হচ্ছে ১০০–১৪০ টাকা কেজিতে। কাঁচামরিচের দাম ৩২০ টাকা কেজিতে পৌঁছেছে। চালকুমড়া ও লাউও বিক্রি হচ্ছে ৭০–১২০ টাকায়।
সবজির দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে মধ্য ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো। অনেকেই অল্প পরিমাণে সবজি কিনে বাড়ি ফিরছেন। বিক্রেতারা জানান, বৃষ্টি ও আড়তদারদের সিন্ডিকেটে সরবরাহ কম, দাম বেশি।
ডিমের দাম বেড়ে হয়েছে ১৫০–১৫৫ টাকা ডজন। মাছ ও মাংসের দামও বেশি। ব্রয়লার মুরগি কেজি ১৭০–১৮৫, সোনালি ৩০০–৩২০ টাকা। গরুর মাংস ৭৫০–৮০০, খাসির মাংস ১২০০ টাকা কেজি। ইলিশের দাম ২২০০–২৬০০ টাকা পর্যন্ত।
বাজার পরিস্থিতি দিন দিন আরও চাপ সৃষ্টি করছে ভোক্তাদের ওপর।