দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫ মার্কিন ডলার, যা প্রায় ১,৫২৫ টাকা।
রপ্তানির জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে আবেদন করতে বলা হয়েছে। আবেদনপত্রের সঙ্গে ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর ও ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা আগে আবেদন করেছেন, তাদেরও নতুন করে আবেদন জমা দিতে হবে।