Skip to Content

আজকের স্বর্ণের দাম ২২ ক্যারেট ভরি ১,৭১,৬০১ টাকা

August 26, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

আজ মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ তারিখে দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর সর্বশেষ ঘোষণার ভিত্তিতে বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছে ১,৭১,৬০১ টাকায়।

২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি ভরি ১,৬৩,৭৯৮ টাকায়, ১৮ ক্যারেট ১,৪০,৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১,১৬,১২৭ টাকায়। স্বর্ণ বিক্রয়ের ক্ষেত্রে সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে প্রযোজ্য হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরিতে ভিন্নতা থাকতে পারে।

এর আগে, গত ২৩ জুলাই স্বর্ণের সর্বশেষ মূল্য সমন্বয় করেছিল বাজুস, যেখানে প্রতি ভরিতে ১,৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১,৭৩,১৭৫ টাকা। সেটি কার্যকর হয়েছিল ২৪ জুলাই থেকে।

রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। এখন ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে প্রতি ভরি ২,৮১১ টাকায়, ২১ ক্যারেট ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ১,৭২৬ টাকায়।

চলতি ২০২৫ সালে এখন পর্যন্ত মোট ৪৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৯ বার দাম বেড়েছে এবং মাত্র ১৬ বার কমানো হয়েছে। আগের বছর ২০২৪ সালে মোট ৬২ বার মূল্য সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয় এবং ২৭ বার কমানো হয়।

Editorialnews24 August 26, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages