Skip to Content

করিমগঞ্জ এক্সপোর্টার্স এন্ড ইম্পের্টার্স কো-অর্ডিনেশন কমিটির সাথে সিলেট কয়লা ও পাথর আমদানীকারক সভা অনুষ্ঠিত

September 8, 2025 by
Editorialnews24
Inteshar Ahmed Shawan
শেওলা স্থল বন্দর দিয়ে আমদানী ও রপ্তানী বাণিজ্যের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে করিমগঞ্জ এক্সপোর্টার্স এন্ড ইম্পোর্টার্স কো-অর্ডিনেশন কমিটির সাথে সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের এক যৌথ সভা রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টায় স্থানীয় একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।
সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে ও সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের সভাপতি ও সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতিক হোসেন এবং গ্রুপের সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈন উদ্দিন এর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন করিমগঞ্জ এক্সপোর্টার্স এন্ড ইম্পের্টার্স কো-অর্ডিনেশন কমিটির উপদেষ্টা ও ইন্দো-বাংলা চেম্বার অব কমার্সের জেনারেল সেক্রেটারী অমরেশ রায়, করিমগঞ্জ ডিষ্ট্রক্ট এক্সপোর্টার্স এন্ড ইম্পোর্টাস এসোসিয়েশনের সভাপতি আবু সালেহ ফখরউদ্দিন, করিমগঞ্জ-সুতারকান্দি এক্সপোর্টার্স এন্ড ইম্পোর্টার্স এসোসিয়েশনের সেক্রেটারী রুহুল কুুদ্দুছ, ওয়ার্কিং প্রেসিডেন্ট জাকির আহমদ চৌধুরী, কার্যকরী সদস্য আবিদুন নূর চৌধুরী, লাইমষ্টোন এক্সপোর্টার্স এন্ড ইম্পোর্টার্স এসোসিয়েশনের সভাপতি শিবাজী চৌধুরী ও ওয়ার্কিং প্রেসিডেন্ট ইমদাদুল হক চৌধুরী বাংকু, ফ্রেশ ফ্রুট এক্সপোর্টার্স এন্ড ইম্পোর্টাস এসেসিয়েশনের সেক্রেটারী সত্য রঞ্জন দে, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সাবেক সভাপতি মোঃ এমদাদ হোসেন, সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক সুহেল আহমদ,  সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের অর্থসম্পাদক জাকারিয়া ইমতিয়াজ জাকির, কর্যিকরী সদস্য মোঃ নাসির উদ্দিন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক পরিচালক গ্রুপের সিনিয়র সদস্য মোস্তাফিজুর রহমান ও আব্দুর রহমান, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সাবেক সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর মিয়া, সহ-সভাপতি সেলিম আহমদ প্রচার সম্পাদক মোঃ মনিরুল হক, কার্যকরী সদস্য মোঃ জুয়েল আহমদ, মোঃ রুবেল মিয়া, ছালিম উদ্দিন পাভেজ, শামীম আহমদ, সিনিয়র সদস্য তপন চক্রবর্ত্তী ও জুনেদ আহমদ জয়নাল প্রমুখ। এছাড়াও সভায় সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উভয় দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ শেওলা স্থল বন্দর দিয়ে কয়লা ও পাথর সহ অন্যান্য পন্য আমদানী এবং বাংলাদেশ থেকে বিভিন্ন পন্য রপ্তানীর সম্ভাবনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় এবং কয়লা আমদানীর এসেসম্যান্ট রেইট কমানো, কয়লা ও পাথর রপ্তানীতে সঠিক মান নিয়ন্ত্রণ, পণ্যের সঠিক পরিমাপ, আমদানী-রপ্তানীর সময় বৃদ্ধিকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
উভয়দেশের ব্যবসায়ীদের স্বার্থে নিজ নিজ দেশের ব্যবসায়িক সংগঠনের তালিকাভুক্ত সদস্য ব্যতিত কোন ধরনের এলসি না দেওয়া ও না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। তাছাড়া উভয় দেশের আমদানী-রপ্তানী বানিজ্য আরো গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে উভয় দেশের সংগঠনের নেতৃবৃন্দ প্রতি তিন মাস অন্তর অন্তর যৌথ সভায় মিলিত হওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশী আমদানীকারক ও রপ্তানীকারকদের ভারতীয় ভিসা প্রাপ্তিতে জটিলতার কারণে আমদানী-রপ্তানী বাণিজ্য মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে। বক্তারা, ভারতীয় ভিসা প্রাপ্তিতে জটিলতা নিরসন ও ভিসা সহজীকরণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।

Editorialnews24 September 8, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages