Skip to Content

ছোট রপ্তানিকারকদের ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধা দেবে সরকার

September 9, 2025 by
Editorialnews24
Inteshar Ahmed Shawan


রপ্তানি আয় বাড়াতে ও শিল্প বহুমুখীকরণে আংশিক বা ছোট রপ্তানিকারকদের জন্য ব্যাংক গ্যারান্টির বিপরীতে সাময়িক শুল্কমুক্ত বন্ড সুবিধা দেবে সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বিনিয়োগ সংস্থাগুলোর সমন্বয় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

সভায় জানানো হয়, বন্ড সেবা পুরোপুরি অটোমেশন প্রক্রিয়ায় যাচ্ছে। এছাড়া রপ্তানি প্রক্রিয়াকরণ ও অর্থনৈতিক অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের জন্য ইউডি শর্ত শিথিল করা হয়েছে।

বন্ড লাইসেন্সে ঘোষিত ও কাস্টমস নির্ধারিত এইচএস কোডের মধ্যে সামান্য অমিল থাকলেও নির্ধারিত শর্তে পণ্য খালাসের সুযোগ থাকবে।

বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, এ উদ্যোগে দেশীয় শিল্প প্রতিযোগী মূল্যে রপ্তানির সুযোগ পাবে, যা নন-আরএমজি খাতে রপ্তানি বাড়াবে এবং বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে।

এনবিআর চেয়ারম্যান দ্রুত পণ্য খালাস ও বিনিয়োগবান্ধব সংস্কারে গুরুত্ব দেওয়ার কথা বলেন।

Editorialnews24 September 9, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages