স্বর্ণের দাম ভরিতে আরও ৩,১৩৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১,৮৫,৯৪৭ টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ সিদ্ধান্ত জানায়। নতুন দাম কার্যকর হবে ১০ সেপ্টেম্বর (বুধবার) থেকে।
দাম বাড়ার কারণ হিসেবে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধিকে উল্লেখ করেছে বাজুস।
বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৫২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—যার মধ্যে ৩৬ বার দাম বেড়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।