Skip to Content

সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন

September 10, 2025 by
Editorialnews24
Inteshar Ahmed Shawan


চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩৩ পয়েন্টে অবস্থান করে। এ সময় ডিএসই শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১২২৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ২১৮৯ পয়েন্টে দাঁড়ায়। এই সময়ে মোট লেনদেনের পরিমাণ ছিল ২১০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির। লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো: ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, রবি, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, সালাম স্টিল, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইজেনারেশন, শাইনপুকুর সিরামিক, সালভো কেমিক্যাল ও রূপালি লাইফ ইন্স্যুরেন্স।

লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বেড়েছিল ১২ পয়েন্ট। এরপর ১০ মিনিটে সূচক আরও ৬ পয়েন্ট বেড়ে যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর সূচক আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪৭ পয়েন্টে পৌঁছায়।

অপরদিকে, সিএসইতে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সিএএসপিআই সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৯২ পয়েন্টে ওঠে। এ সময় পর্যন্ত সিএসইতে মোট ১ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়। এতে ৩৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ১৬টির, অপরিবর্তিত রয়েছে ২টির।

Editorialnews24 September 10, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages