চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩৩ পয়েন্টে অবস্থান করে। এ সময় ডিএসই শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১২২৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ২১৮৯ পয়েন্টে দাঁড়ায়। এই সময়ে মোট লেনদেনের পরিমাণ ছিল ২১০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির। লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো: ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, রবি, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, সালাম স্টিল, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইজেনারেশন, শাইনপুকুর সিরামিক, সালভো কেমিক্যাল ও রূপালি লাইফ ইন্স্যুরেন্স।
লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বেড়েছিল ১২ পয়েন্ট। এরপর ১০ মিনিটে সূচক আরও ৬ পয়েন্ট বেড়ে যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর সূচক আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪৭ পয়েন্টে পৌঁছায়।
অপরদিকে, সিএসইতে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সিএএসপিআই সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৯২ পয়েন্টে ওঠে। এ সময় পর্যন্ত সিএসইতে মোট ১ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়। এতে ৩৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ১৬টির, অপরিবর্তিত রয়েছে ২টির।