বাংলাদেশে নতুন ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা বিস্তারে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য ‘ডিজিটাল ব্যাংক স্থাপন বিষয়ক গাইডলাইন্স, ভার্সন-২’ প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
আবেদনের সঙ্গে পাঁচ লাখ টাকা অফেরতযোগ্য ফি জমা দিতে হবে। আবেদনপত্র সরাসরি বা ই-মেইলে জমা দেওয়া যাবে। বিস্তারিত নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে রয়েছে।
এর আগে ২০২৩ সালে ১২৫ কোটি টাকা মূলধন নির্ধারণ করে নীতিমালা প্রণয়ন করা হয়, যা এখন বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হয়েছে। পাশাপাশি উদ্যোক্তা, সিইও এবং সাইবার সুরক্ষা বিষয়ে নতুন শর্ত যুক্ত হয়েছে।
প্রথমবার ৫২টি আবেদন জমা পড়লেও অর্থায়ন ইস্যুতে তা এগোয়নি। এবার নতুনভাবে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।