Skip to Content

তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ চলছে

August 30, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে রাজধানীর জাতীয় শহীদ মিনারে মহাসমাবেশ শুরু করেছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো শিক্ষক এতে অংশ নেন।

শিক্ষকদের তিনটি প্রধান দাবি হলো: সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা প্রদান, শতভাগ শিক্ষককে পদোন্নতি দেওয়া এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানের ক্ষেত্রে জটিলতা দূর করা।

মহাসমাবেশটি আয়োজন করেছে 'সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ', যা প্রাথমিক শিক্ষকদের ছয়টি সংগঠনের সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম।

ঐক্য পরিষদের নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ সাংবাদিকদের জানান, "সরকার যদি আজকের মধ্যেই আমাদের দাবি মেনে স্পষ্ট প্রতিশ্রুতি না দেয়, তাহলে আমরা এই মহাসমাবেশ থেকেই কঠোর কর্মসূচি ঘোষণা করব।"

উল্লেখ্য, এসব দাবিতে শিক্ষকরা পূর্বেও ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন। চলতি বছরের ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন তারা। পরে ১৭ মে থেকে দুই ঘণ্টা এবং ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত আধাবেলা করে কর্মবিরতি চলে।

২৬ মে থেকে শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। টানা চারদিন কর্মবিরতির পর প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার আশ্বাসে শিক্ষকরা ১ জুন ক্লাসে ফিরে যান। তবে দীর্ঘ তিন মাস পার হলেও দাবি পূরণ না হওয়ায় আবারও রাজপথে নেমেছেন তারা।

Editorialnews24 August 30, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages