চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের প্রধান ফটক ও আবাসিক হলে নিরাপত্তা চৌকি বসানো, ক্যাম্পাসে সিসিটিভি স্থাপন এবং দারোয়ানসহ জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি উঠে এসেছে। এসব দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী সংগঠন অবস্থান কর্মসূচি পালন করছে।