চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক সহিংস হামলার ঘটনায় ক্ষোভ সীমাবদ্ধ নেই শুধুমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ে। দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে চবি শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, একজন শিক্ষার্থী যদি বিশ্ববিদ্যালয়ের আশপাশে এমন অনিরাপদ অবস্থায় থাকে, তাহলে সে কীভাবে স্বাভাবিকভাবে শিক্ষাজীবন পরিচালনা করবে? এ পরিস্থিতিতে শুধু চবির নয়, বরং দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আতঙ্কে রয়েছে। তারা দাবি করছেন, এ ধরনের হামলার দায় সংশ্লিষ্ট প্রশাসন এড়াতে পারে না, এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।
একাধিক ক্যাম্পাস থেকে সমন্বিতভাবে দাবি উঠেছে—শিক্ষার্থী নির্যাতনের বিচার, নিরাপত্তা নিশ্চিতকরণ, এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেউ কেউ বলছেন, এটি এখন আর শুধুই চবির সমস্যা নয়; এটি গোটা শিক্ষাঙ্গনের নিরাপত্তা সংকটের প্রতিচ্ছবি।