Skip to Content

শিক্ষার্থীদের ওপর হামলা ও বাকৃবি বন্ধ ঘোষণায় ছাত্রদল-শিবিরের প্রতিবাদ

September 1, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চলমান শিক্ষার্থী আন্দোলনে বহিরাগতদের হামলা এবং ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রদল ও ছাত্রশিবির। তারা এই ঘটনাকে বর্বরোচিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।

সোমবার ছাত্রদলের বাকৃবি শাখার আহ্বায়ক মো. আতিকুর রহমান এবং সদস্য সচিব মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ আগস্ট সন্ধ্যায় কম্বাইন্ড ডিগ্রির যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের একটি বড় দল সশস্ত্র অবস্থায় হামলা চালায়। হামলাকারীরা 'জয়বাংলা' স্লোগান দিতে দিতে শিক্ষার্থীদের মারধর করে, এতে বহু শিক্ষার্থী আহত হন।

বিবৃতিতে অভিযোগ করা হয়, ছাত্রীদের ওপর প্রথমে হামলা চালানো হয় এবং অনেক শিক্ষার্থী নিরাপত্তার খোঁজে আশপাশের লাইব্রেরি ও দোকানে আশ্রয় নিলেও সেখানেও হামলা ও ভাঙচুর করা হয়। এসব ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনী কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে দাবি করা হয়েছে।

অপরদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাকৃবি শাখা তাদের বিবৃতিতে একই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, নারী শিক্ষার্থীসহ বহু ছাত্র-ছাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

ছাত্রশিবিরের পক্ষ থেকে বলা হয়, শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব হলেও তা পালনে প্রশাসন ব্যর্থ হয়েছে। ক্যাম্পাস ও আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করাও শিক্ষার্থীদের প্রতি অবিচার হিসেবে দেখা হচ্ছে।

দুই ছাত্রসংগঠনই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব রাখতে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

Editorialnews24 September 1, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages