ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর সকাল ৮টায়। বিরতিহীনভাবে এই ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এটি ডাকসুর ৩৮তম নির্বাচন। এবার মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ২০,৯১৫ জন এবং ছাত্রী ১৮,৯৫৯ জন। একজন ভোটার কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি পদে, মোট ৪১টি পদে ভোট দেবেন।
ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ৪০৯ জন পুরুষ এবং ৬২ জন নারী প্রার্থী। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন এবং অন্যান্য সম্পাদকীয় পদগুলোতেও ভিন্ন ভিন্ন সংখ্যক প্রার্থী রয়েছেন। ১৩ সদস্য পদের বিপরীতে রয়েছে ২১৭ জন প্রার্থী।
১৮টি হলে মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,০৩৫ জন প্রার্থী। এর মধ্যে ১৩টি ছাত্র হলে প্রার্থী ৮৫০ জন এবং ৫টি ছাত্রী হলে ১৮৫ জন। বিভিন্ন হলে প্রার্থীর সংখ্যা ভিন্ন ভিন্ন—যেমন, শহীদ জহুরুল হক হল ও সূর্যসেন হলে সর্বোচ্চ ৭৫ জন করে, আর শামসুন নাহার হলে ৩৫ জন প্রার্থী রয়েছেন।
ভোটগ্রহণ হচ্ছে ৮টি কেন্দ্রে। প্রতিটি কেন্দ্রে নির্দিষ্ট কিছু হলের ভোটাররা ভোট দিচ্ছেন। যেমন, কার্জন হলে ভোট দিচ্ছে শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হল; শারীরিক শিক্ষা কেন্দ্রে জগন্নাথ হল, জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হল; ভূতত্ত্ব বিভাগে কবি সুফিয়া কামাল হল; টিএসসি-তে রোকেয়া হল; ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে বাংলাদেশ-কুয়েত মৈত্রী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল; সিনেট ভবনে রহমান হল, মুহসীন হল ও বিজয় একাত্তর হল; উদয়ন স্কুলে সূর্যসেন, জিয়াউর রহমান, বঙ্গবন্ধু ও জসীম উদ্দীন হল; এবং ইউল্যাব স্কুলে শামসুন নাহার হল।
বিভিন্ন হলভিত্তিক ভোটার সংখ্যাও উল্লেখযোগ্য। যেমন, রোকেয়া হল- ৫৬৬৫, শামসুন নাহার হল- ৪০৯৬, জগন্নাথ হল- ২২২৫, শহীদ জহুরুল হক হল- ১৯৬৩, বঙ্গবন্ধু হল- ১৬০৯, ফজলুল হক মুসলিম হল- ১৭৭২, বিজয় একাত্তর হল- ২০৪৩, কবি জসীম উদ্দীন হল- ১২৯৮, এবং সুফিয়া কামাল হল- ৪৪৪৩ জন।
ভোটগ্রহণ হচ্ছে ওএমআর ব্যালটে। কেন্দ্রীয় সংসদের জন্য ছয় পৃষ্ঠা ও হল সংসদের জন্য এক পৃষ্ঠা—মোট সাত পাতার ওএমআর শিটে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। ভোট গণনা হবে ১৪টি বিশেষ মেশিনে, যেগুলোর স্ক্যানিং গতি ঘণ্টায় ৫,০০০ থেকে ৮,০০০ পৃষ্ঠা। ভোট গণনার পর ফল ঘোষণা করা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।
বিভিন্ন প্যানেলের ভিপি প্রার্থীরা নিজ নিজ হলে ভোট দিচ্ছেন। যেমন, ছাত্রদলের আবিদুল ইসলাম খান ও শেখ তানভীর বারী হামিম জসীম উদ্দীন হলে, তানভীর আল হাদী বিজয় একাত্তর হলে। ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ, সচেতন শিক্ষার্থী সংসদ, ডাকসু ফর চেঞ্জ, প্রতিরোধ পর্ষদ ও স্বতন্ত্র প্রার্থীরাও ভিন্ন ভিন্ন হলে ভোট দিচ্ছেন, তাদের ভোট কেন্দ্র নির্ধারিত হয়েছে সংশ্লিষ্ট হল অনুযায়ী।