ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে টিএসসি কেন্দ্রের ক্যাফেটেরিয়া কক্ষে আগাম ‘ক্রস’ চিহ্ন দেওয়া একটি ব্যালট পেপার পাওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদপ্রার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যার পক্ষ থেকে। তিনি বলেন, নিজের বান্ধবীর ব্যালটে এমন চিহ্ন দেখে তিনি পোলিং কর্মকর্তাদের অবহিত করেন। তবে পোলিং কর্মকর্তারা এই ঘটনা শিক্ষার্থীর ভুল হিসেবেই দেখছেন।
অন্যদিকে, শিবির সমর্থিত প্যানেল এই অভিযোগকে নির্বাচনী পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে করা একটি পাতানো ষড়যন্ত্র বলে দাবি করেছে। শিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বলেন, এটি একটি সজোরে নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা, এবং যারা এ ধরনের কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
টিএসসি কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. নাসরিন সুলতানা জানান, অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রতিটি বুথ সিসিটিভি দ্বারা নজরদারি করা হচ্ছে। অভিযোগের সঠিকতা যাচাই করতে ফুটেজ পর্যালোচনা করা হবে। তবে তিনি বলেন, ভোটকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে কেউ যদি অভিযোগ আনে তাহলে তা অবশ্যই খতিয়ে দেখা হবে।
ঘটনাটি নিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রের ভিতরে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের থেকে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পান।
বর্তমানে এই বিষয়ে অভিযোগ দায়েরের জন্য জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান নির্বাচন কমিশনের কার্যালয়ে রিপোর্ট করতে গেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, যেকোনো অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা হবে এবং নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করা হবে। তবে এমন ঘটনা ভোটের পরিবেশকে প্রভাবিত করায় সংশ্লিষ্টরা উদ্বিগ্ন।
সোর্স: আমার দেশ