Skip to Content

চলছে ডাকসুর ভোট গণনা

September 9, 2025 by
Editorialnews24
Inteshar Ahmed Shawan


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে এবং এখন ভোট গণনা চলছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, বিকেল ৩টার দিকে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে।

দুপুর ১২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, শারীরিক শিক্ষা কেন্দ্রের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১৯৬৩টি ভোটের মধ্যে ১২৫৬ জন ভোট দিয়েছেন। অপরদিকে, দুপুর পৌনে ১টা পর্যন্ত সলিমুল্লাহ মুসলিম হলে ৬৬৫টি ভোটের মধ্যে ৩৫৫ জন ভোট দিয়েছেন। একই কেন্দ্রে জগন্নাথ হলে ২২২৫ ভোটের মধ্যে প্রায় ১৩০০ ভোট পড়েছে।

সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২০,৯১৫ এবং নারী ভোটার ১৮,৯৫৯ জন।

ভোটাররা ডাকসুর ২৮টি পদ এবং প্রতিটি হল সংসদের ১৩টি পদে ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদের পদগুলোতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর হল সংসদের ১৮টি হলে ১,০৩৫ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। অর্থাৎ প্রতিটি ভোটার মোট ৪১টি পদে ভোট দিয়েছেন।

Editorialnews24 September 9, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages