ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচনে কোনো অনিয়মের অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিচ্ছি।” তিনি আশ্বস্ত করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে যাতে ভোটের পরিবেশ সবার জন্য নিরাপদ ও অবাধ থাকে।
উল্লেখ্য, সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। ডাকসু ও হল সংসদের এই নির্বাচনে অংশ নিচ্ছেন হাজারো শিক্ষার্থী ও প্রার্থী।