ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) জয় বা পরাজয় কিছু নেই। এখানে জয়ী হয়েছে পুরো জুলাই প্রজন্ম, জয়ী হয়েছেন ঢাবির শিক্ষার্থীরা—এমন মন্তব্য করেছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। ডাকসু নির্বাচন ২০২৫-এ শিবির সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে জয়লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, ১৯৯০-এর শহীদ, আবরার ফাহাদ এবং ছাত্রলীগের নির্যাতনের শিকার সবাইকে আমি স্মরণ করছি। আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই, আমি যে দায়িত্ব পেয়েছি, তার যথাযথ রক্ষণাবেক্ষণ করবো। ডাকসুর ভিপি হিসেবে নয়, নিজেকে একজন ভাই, একজন সহপাঠী হিসেবেই দেখতে চাই। সাদিক কায়েমকে আগে যেমন দেখেছেন, এখনো তেমনই দেখবেন ইনশাআল্লাহ।
তিনি বলেন, এই নির্বাচন আয়োজনে শিক্ষার্থীরা রাতদিন পরিশ্রম করেছেন। নির্বাচন সফল করতে তাদের অগ্রণী ভূমিকা ছিল। যে ধর্ম, মত বা পথেরই হোক না কেন, আমরা সবাই একসাথে এগিয়ে যাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলতে চাই। এটি নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস হবে। শিক্ষার্থীদের চাওয়াই আমাদের চাওয়া।
সাদিক কায়েম আরও বলেন, স্বপ্নের ক্যাম্পাস গড়ে তোলা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। যারা নির্বাচনে অংশ নিয়েছেন, তারা প্রত্যেকেই আমাদের উপদেষ্টা। আমরা আশা করি, তারা সবাই আমাদের পরামর্শ দেবেন। তিনি জানান, ‘জুলাই বিপ্লব’ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছিল। এখান থেকেই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার লড়াই অব্যাহত থাকবে।
এদিকে ডাকসুতে জিএস নির্বাচিত হওয়া ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ হোসেন বলেছেন, এই বিজয় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয়। এটি তাদের দেওয়া একটি বিশাল আমানতের রক্ষার অঙ্গীকার। তিনি বলেন, আমরা কোনো বিজয় মিছিল করতে চাই না। কারণ এটি আমাদের জন্য আমানতদারীর একটি পরীক্ষা। যদি কোনো ভুল করি, শিক্ষার্থীরা যেন আমাদের জানায়।