ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিজয়ী সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত এস এম ফরহাদ শিক্ষার্থীদের উদ্দেশে প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন। নির্বাচনের পরদিন বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা তাদের ভাবনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন।
ভিপি সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, তারা যে মত বা চিন্তাধারারই হোন না কেন, সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে চান তিনি। তার ভাষায়, “শিক্ষার্থীদের প্রত্যাশাই আমাদের প্রত্যাশা। আমরা চাই, এই ক্যাম্পাসকে সত্যিকারের স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে।” তিনি আরও বলেন, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারা সবাই এই নেতৃত্বের পরামর্শক হিসেবে থাকবেন এবং সমালোচনার মধ্য দিয়ে তারা আরও শুদ্ধ হবেন।
সাদিক জানান, “জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। এখান থেকেই আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখতে চাই আমরা।” সংবাদ সম্মেলনে তিনি গতকালের নির্বাচনে দায়িত্বপালনকালে মারা যাওয়া সাংবাদিক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অন্যদিকে, জিএস হিসেবে নির্বাচিত ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ বলেন, “এই জয় শুধু ব্যক্তি ফরহাদের নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর বিজয়। আমি এই জয়কে দায়িত্ব মনে করছি, গৌরব নয়।” ফরহাদ আরও বলেন, “এই নেতৃত্ব শিক্ষার্থীদের আমানত। আমরা যতদিন দায়িত্বে থাকব, যদি কোনো ভুল করি, শিক্ষার্থীরা যেন আমাদের সেই ভুল দেখিয়ে দেন, শুধরে দেন। আমরা চাই সব শিক্ষার্থীর অংশগ্রহণে একটি উদার ও গণতান্ত্রিক ডাকসু গড়ে তুলতে।”