জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে ভোট প্রদান করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী।
এবারের নির্বাচনে মোট ১১,৯১৯ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে। ছাত্রদের ১১টি হলে ভোটার সংখ্যা বিভিন্নভাবে বিভক্ত—যেমন এক হলে ২১০ জন, আরেকটিতে ৯৯২ জন পর্যন্ত ভোটার রয়েছেন। ছাত্রীদের ১০টি হলে সবচেয়ে কম ভোটার ২৭৯ জন এবং সবচেয়ে বেশি ৯৮৩ জন।
জাকসুর ২৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৮ জন প্রার্থী। নির্বাচনে অংশ নিচ্ছে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থিত মিলিয়ে মোট আটটি প্যানেল।
ভোটগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে স্থাপন করা হয়েছে ২২৪টি বুথ। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নিয়োজিত রয়েছে ১,৫০০ পুলিশ সদস্য, সাত প্লাটুন বিজিবি ও পাঁচ প্লাটুন আনসার। পাশাপাশি, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসের ভেতর ও বাইরে মোতায়েন রয়েছেন।