বিদেশে পড়াশোনা করার স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু টিউশন ফি-র চাপ অনেক সময় সেই স্বপ্নকে অসম্পূর্ণ করে দেয়। বিশেষ করে মেধাবী ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে বাজেট সীমাবদ্ধতা হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা। ঠিক এই জায়গাতেই নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল স্বনামধন্য ফ্যামিলি মাইগ্রেশন কনসালট্যান্ট ফার্ম মাইগ্রেশন সলিউশন।
প্রতিষ্ঠানটি সম্প্রতি ঘোষণা করেছে এক অনন্য উদ্যোগের— যেখানে শিক্ষার্থীরা পাবেন সেমিস্টার ফি লোন এবং মেধাবীদের জন্য থাকছে ফি ওয়েভার সুবিধা।
শিক্ষার্থীদের জন্য বড় স্বস্তির খবর
মাইগ্রেশন সলিউশনের কর্মকর্তা শাহরিয়ার হোসাইন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা শিক্ষার্থীদের ফান্ডিং সমস্যার সমাধান খুঁজছিলেন। অবশেষে নির্দিষ্ট নীতিমালার অধীনে প্রতিষ্ঠানটি গ্যারেন্টর হিসাবে দায়ভার নিয়ে সীমিত সংখ্যক শিক্ষার্থীদের জন্য এই কার্যক্রম চালু করেছে।
তিনি বলেন—
> “শিক্ষার সুযোগ যেন অর্থনৈতিক সীমাবদ্ধতায় থেমে না যায়—সেই লক্ষ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি। শুরুতে সীমিত পরিসরে হলেও, এটি শিক্ষার্থীদের জন্য এক নতুন সম্ভাবনা তৈরি করবে।”
দীর্ঘ অভিজ্ঞতার প্রতিষ্ঠান
২০১৭ সাল থেকেই মাইগ্রেশন সলিউশন দক্ষতার সঙ্গে কাজ করছে ফ্যামিলি মাইগ্রেশন, বিজনেস মাইগ্রেশন এবং উচ্চশিক্ষা সংক্রান্ত কনসালটেন্সি সেবা নিয়ে। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়া, কানাডা এবং অন্যান্য দেশে অসংখ্য পরিবার ও শিক্ষার্থীর আস্থা অর্জন করেছে।
কাদের জন্য এই সুযোগ?
🔹 যারা পড়াশোনার খরচ নিয়ে সমস্যায় আছেন, তারা বাজেট অনুযায়ী সেমিস্টার ফি লোন নিতে পারবেন।
🔹 আবার যারা বিশেষভাবে মেধাবী, তাদের জন্য থাকছে সরাসরি ফি ওয়েভার এর সুযোগ।
কিভাবে জানা যাবে বিস্তারিত?
শিক্ষার্থীরা মাইগ্রেশন সলিউশনের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেইজে গিয়ে পুরো প্রক্রিয়া ও শর্তাবলী সম্পর্কে জানতে পারবেন।