ফজিলতুন্নেসা হলে জাল ভোটের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি—এমনটি জানিয়েছে সাংবাদিকদের একাধিক দল। যদিও জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী শেখ সাদী হাসান এই কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ তুলেছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মওলানা ভাসানী হলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ফজিলতুন্নেসা হলে জাল ভোট দেওয়া হচ্ছে—এমন তথ্য পেয়ে আমরা কেন্দ্রে প্রবেশ করে খোঁজ নিয়েছি।” তবে এই অভিযোগের সত্যতা সাংবাদিকরা কেন্দ্রে গিয়ে পাননি।
শেখ সাদী হাসান আরও অভিযোগ করেন, “ভোট গণনার জন্য জামায়াতে ইসলামীর একটি অখ্যাত কোম্পানি থেকে ওয়েমার (OMR) মেশিন কিনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।” তিনি দাবি করেন, ছাত্রদলের আপত্তির পর প্রশাসন ওই মেশিনের ব্যবহার বাতিল করে সনাতন পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্ত নেয়।
তবে তিনি অভিযোগ করেন, একই জামায়াতপন্থী কোম্পানির ছাপানো ব্যালট ব্যবহার করে ছাত্রশিবিরকে বাড়তি সুযোগ দেওয়া হচ্ছে। সাংবাদিকদের পক্ষ থেকে যখন জানতে চাওয়া হয়—কোন কোম্পানি থেকে এসব ব্যালট ও মেশিন কেনা হয়েছে—তখন তিনি বলেন, “আমরা এ বিষয়ে আর কোনো মন্তব্য করবো না। আপনারা সাংবাদিকরা তদন্ত করে বের করুন।” এরপর তিনি সংবাদ সম্মেলনের স্থান ত্যাগ করেন।