২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসে আর অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দেবে।
মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ড এক নোটিশে এ তথ্য জানায়। এতে বলা হয়, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করা হবে। অন্যদিকে, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য ২০২৫ সালের পূর্ণাঙ্গ সিলেবাস প্রযোজ্য হবে।
সংশ্লিষ্টদের এ বিষয়ে অবহিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।