অভিনেতা নিলয় আলমগীরের প্রিয় কুকুর টাইসনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি জানান, বাসা থেকে অনেক দূরে বাউনিয়া এলাকায় টাইসনের মরদেহ পাওয়া গেছে।
নিলয় লেখেন, "টাইসনের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, কেউ তাকে মেরে ফেলে দিয়ে গেছে। সে কখনও কাউকে ক্ষতি করেনি, কাউকে কামড়ায়নি। তবু এমন পরিণতি হলো তার।”
টাইসন ২৪ আগস্ট থেকে নিখোঁজ ছিল। প্রিয়াঙ্কা রানওয়ে সিটি এলাকা থেকে হারিয়ে যাওয়ার পর নিলয় ফেসবুকে পোস্ট দিয়ে খোঁজ চেয়েছিলেন। টাইসনের গলায় সবুজ বেল্ট ছিল বলে জানিয়েছিলেন তিনি।
টাইসনকে রাস্তায় আহত অবস্থায় পান নিলয়, এরপর তাকে লালনপালন শুরু করেন। পরবর্তীতে নিজের নাটক পাগলের সুখ-এ টাইসনকে অভিনয়ের সুযোগ দেন। নাটকে তার উপস্থিতি দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।
টাইসনের মৃত্যুতে ভক্ত ও নেটিজেনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।