দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও নবাগত রাজনীতিক থালাপতি বিজয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। মাদুরাইয়ে আয়োজিত একটি বিশাল জনসভায় তিনি বিজেপিকে ‘আদর্শিক শত্রু’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) কোনওভাবে বিজেপির সঙ্গে আপস করবে না।
বিজয় বলেন, গুজব ছড়ানো হচ্ছে যে টিভিকে বিজেপির সঙ্গে জোট করছে, কিন্তু সেটা পুরোপুরি মিথ্যা। তিনি স্পষ্ট করে বলেন, “আমাদের দল কোনও ধর্মের বিরুদ্ধে নয়, আমাদের দল জনগণের দল। তামিলনাড়ুর মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে।”
এই সমাবেশে বিজয় রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকে’র বিরুদ্ধেও অভিযোগ তোলেন। তিনি বলেন, ডিএমকে গোপনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আঁতাত করে চলছে এবং এতে রাজ্যের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। তিনি রাজনীতিতে নৈতিকতা ও জনসেবার আহ্বান জানান।
বিজয় তার বক্তব্যে বলেন, “একটি সিংহ জানে কবে একা থাকতে হয়, কবে দলের সঙ্গে হাঁটতে হয়। সিংহ কেবল শিকারের জন্য বের হয়, বিনোদনের জন্য নয়।” এই বক্তব্যে তিনি নিজের দলের আত্মবিশ্বাস এবং স্বাধীন অবস্থান তুলে ধরেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বিজয় বলেন, “NEET বাতিল করুন। আপনি কি পারবেন নরেন্দ্র মোদি আগরওয়াল?” তিনি অভিযোগ করেন, তামিলনাড়ুর শিক্ষার্থীদের ক্ষতির পরোয়া করছে না কেন্দ্রীয় সরকার। তার ভাষায়, “একগুঁয়েমির কারণে এই পরীক্ষা চাপিয়ে দেওয়া হয়েছে এবং এতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
বিজয় জানান, টিভিকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিচ্ছে এবং এটি তামিল রাজনীতিতে একটি নতুন বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। জনসেবা, নৈতিকতা ও আঞ্চলিক গর্বকে ভিত্তি করে তিনি টিভিকে-কে ভবিষ্যতের নেতৃত্বে দেখতে চান।
তামিল রাজনীতিতে বিজয়ের এই আবির্ভাব ও তার বক্তব্যকে অনেকেই দলটির ‘টার্নিং পয়েন্ট’ বা মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত হিসেবে দেখছেন।