বাংলা সিনেমার কিংবদন্তি তারকা শাকিব খান আবারও বড়পর্দায় ফিরছেন এক ভিন্নধর্মী চরিত্রে। ২২ আগস্ট (শুক্রবার) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছেন তার নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-এর অফিসিয়াল পোস্টার। এরইমধ্যে এই পোস্টার ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।
পোস্টারে দেখা যায়, একটি লালচে গাঢ় আবহে ভিড়ের মাঝে অনেকে বন্দুক উঁচিয়ে ধরেছেন। সেই ভিড়ের কেন্দ্রে এককভাবে দাঁড়িয়ে আছেন শাকিব খান—হাত তুলে একটি শক্তিশালী ভঙ্গিমায়। যদিও মুখ স্পষ্ট নয়, কিন্তু ভঙ্গিতে স্পষ্ট—এবার তিনি আসছেন গ্যাংস্টার লুকে। পোস্টারের চারপাশে লেখা রয়েছে ঢাকার বিভিন্ন এলাকা—উত্তরা, গাবতলী, মোহাম্মদপুর, বাড্ডা, কারওয়ান বাজার, শাঁখারীবাজার, গ্যান্ডারিয়া প্রভৃতি—যা গল্পের শহর-কেন্দ্রিক থিমকে আরও জোরদার করে।
সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ এবং প্রযোজনায় রয়েছেন শিরিন সুলতানা। আগামী ঈদুল ফিতর ২০২৬-এ এটি মুক্তি পাবে বলে জানানো হয়েছে।
পোস্টার শেয়ার করে শাকিব খান লেখেন—
“ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের - শহর চিনবে তার আসল নায়ককে!!
ঈদের সিনেমা মানেই শাকিব খানের জয়জয়কার। গেল কোরবানির ঈদেও তাঁর মুক্তিপ্রাপ্ত ছবি ছিল বক্স অফিসে সফল। নতুন সিনেমা ‘প্রিন্স’ নিয়েও ইতোমধ্যে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।