বলিউড তারকা জাহ্নবী কাপুর এবার মাতৃত্ব নিয়ে প্রকাশ্যে জানালেন নিজের ইচ্ছার কথা। শ্রীদেবী ও বনি কাপুরের কন্যা হলেও, বলিউডে নিজের অভিনয় দক্ষতায় ইতোমধ্যেই জায়গা করে নিয়েছেন জাহ্নবী। প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে যখন তিনি আলোচনায়, ঠিক তখনই মাতৃত্ব নিয়ে খোলামেলা মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিলেন এই অভিনেত্রী।
সম্প্রতি, জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হয়ে অংশ নেন জাহ্নবী কাপুর। সেখানেই তিনি জানান, ভবিষ্যতে তিন সন্তানের মা হতে চান তিনি।
জাহ্নবী বলেন,
“আমার মনে হয় তিনটি সন্তান থাকা ভালো। কারণ ৩ হলো আমার জন্য লাকি নাম্বার। তাছাড়া, যখন দুইজন ভাই-বোন থাকে, তখন অনেক সময় তাদের মধ্যে ঝগড়া হয়। তৃতীয় সন্তান থাকলে সে দুজনকেই ব্যালেন্স করতে পারবে। আমি এটা খুব ভেবেচিন্তে ঠিক করেছি।”
এছাড়াও জাহ্নবী কাপুর জানান, তিনি ভবিষ্যতে অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতিতে বিয়ে করতে চান। এক সাক্ষাৎকারে বলেন,
“আমি চাই তিরুপতিতে বিয়ে করে স্বামী ও সন্তানদের নিয়ে সেখানেই থাকতে। রোজ কলাপাতায় খাবার খাব, গোবিন্দের নাম জপ করব, আমার চুলে থাকবে মোগরার মালা, স্বামীর মাথায় তেল মালিশ করব আর মণি রত্নমের গান শুনব।”
তিরুপতির সঙ্গে জাহ্নবীর রয়েছে বিশেষ আবেগ। প্রতি বছর প্রয়াত মা শ্রীদেবীর জন্মদিনে তিনি সেখানে যান পূজা দিতে। ছোটবেলায় মায়ের সঙ্গে যেতেন, আর এখন যান প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে। যদিও বিয়ের বিষয়ে এই জুটির পক্ষ থেকে এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।