২০২১ সালে অভিনেতা-পরিচালক ফারহান আখতার ঘোষণা করেছিলেন তার স্বপ্নের ছবি ‘জী লে জারা’। ছবির নায়িকা হিসেবে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। ঘোষণার পর ছবিটি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। কিন্তু নানা কারণে ছবিটি আর শুটিং ফ্লোরে ওঠেনি।
সম্প্রতি ইউটিউব চ্যানেল আওয়ার স্টুপিড রিঅ্যাকশনস-এ এক সাক্ষাৎকারে ফারহান জানান, ছবিটি বাতিল হয়নি, তবে আপাতত “ব্যাক বার্নারে” রাখা হয়েছে। তিনি বলেন, ‘আমি একে শেলভড বলতে চাই না। বরং বলব এটি ব্যাক বার্নারে রাখা হয়েছে। ছবিটি একদিন অবশ্যই হবে। কবে হবে জানি না, তবে স্ক্রিপ্টটি এত ভালো যে, ইতিমধ্যেই এর পেছনে অনেক কাজও হয়ে গেছে।’
ফারহান আরও জানান, ছবির জন্য গান রেকর্ড করা হয়ে গেছে, লোকেশনও চূড়ান্ত করা আছে। তবে মূল কাস্ট অর্থাৎ প্রিয়াঙ্কা, ক্যাটরিনা ও আলিয়া থাকবেন কি না-সে বিষয়ে এখন আর কিছু বলতে চাননি তিনি। “লোকেশন স্কাউটিং শেষ, গানও রেকর্ড করেছি। সময় হলেই আবার শুটিং শুরু করব। তবে কাস্ট নিয়ে আমি এখন কোনো মন্তব্য করতে পারছি না। কিন্তু ছবিটি হবে? হ্যাঁ, অবশ্যই হবে,” যোগ করেন তিনি।
জী লে জরা একটি রোড-ট্রিপধর্মী ছবি, যেখানে নারী বন্ধুত্ব, আত্ম-আবিষ্কার ও স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার গল্প তুলে ধরা হয়েছে। কিন্তু তিন নায়িকার শিডিউল মেলাতে না পারাই ছবির কাজ বিলম্বিত হওয়ার অন্যতম কারণ ছিল বলে আগে জানিয়েছিলেন ফারহান।
বর্তমানে তিনি ব্যস্ত তার নতুন ছবি ১২০ বাহাদুর নিয়ে, যা ১৯৬২ সালের রেজাং লা যুদ্ধ থেকে অনুপ্রাণিত। ছবিটি পরিচালনা করেছেন রাজনীশ ঘাই। এতে ফারহানের সঙ্গে আছেন রাশি খান্না, ভিভিয়ান ভাঠেনা ও এজাজ খান। এটি মুক্তি পাবে ২১ নভেম্বর।
এ ছাড়া ফারহান কাজ করছেন ডন থ্রি ছবিতেও, যেখানে অভিনয় করছেন রণবীর সিং ও কিয়ারা আদভানি।