Skip to Content

ভয়ংকররূপে ফিরলেন ফারিণ

September 1, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

চোখে আগুন, হাতে বন্দুক আর গায়ে জলপাই পাতার ট্রাউজার—এভাবেই ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বর্তমানে শহরে বেড়ে চলা অপরাধের তালে অনেকেই মনে করছেন, এক সময়ের ভয়ঙ্কর সন্ত্রাসী ইউসুফ আবার ফিরে এসেছে। তবে এই ইউসুফ আর কোনো বাস্তব চরিত্র নয়, বরং পর্দার চরিত্র, যাকে নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘ইনসাফ’।

আগামী বুধবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ‘ইনসাফ’। এতে শরিফুল রাজ অভিনয় করেছেন ভয়ংকর ডন ইউসুফের ভূমিকায়। অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনীর এক চৌকস অফিসার জাহান খানের চরিত্রে হাজির হচ্ছেন তাসনিয়া ফারিণ।

সিনেমাটিতে বেশ কিছু চমক রাখা হয়েছে। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এখানে চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন, যার মাধ্যমে চিকিৎসাসেবা সংক্রান্ত সিন্ডিকেশনের কাহিনী উঠে এসেছে। এছাড়া চঞ্চল চৌধুরী অতিথি চরিত্রে উপস্থিত থেকে দর্শকদের মন জয় করেছেন। সিনেমার সংগীতেও রয়েছে বিশেষত্ব—‘আকাশেতে লক্ষ তারা’ গানটি নতুন আঙ্গিকে পরিবেশন করেছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার।

নির্মাতা সঞ্জয় সমাদ্দার জানান, ওটিটি মাধ্যমে মুক্তি পাওয়ায় সিনেমাটি আরো বেশি দর্শকের কাছে পৌঁছাবে। দেশের বাইরে থেকেও মানুষ দেখতে পারবে ‘ইনসাফ’। তিনি আশা প্রকাশ করেন, প্রেক্ষাগৃহে যেভাবে সিনেমাটি প্রশংসিত হয়েছিল, ওটিটি মুক্তির পরও দর্শকদের ভালো লাগবে।

তাসনিয়া ফারিণের বিদেশি দর্শকেও রয়েছে ভালো অংশীদারিত্ব। ইউটিউব নাটক, পশ্চিমবঙ্গের সিনেমা ও গান থেকে তার জনপ্রিয়তা ব্যাপক। তাই বিদেশি দর্শকরা ‘ইনসাফ’ দেখতে পেয়ে উৎসাহী।

শরিফুল রাজ বলেন, “আমরা অসাধারণ একটি টিমের সঙ্গে কাজ করেছি। সঞ্জয় সমাদ্দার খুব ভালো নির্মাতা। তাসনিয়ার অভিনয়ও দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আশা করি ওটিটির দর্শকরাও সিনেমাটি পছন্দ করবেন।”

‘ইনসাফ’ সিনেমায় আরো অভিনয় করেছেন ডন, মিশা সওদাগর ও ফজলুর রহমান বাবু। গল্প ও চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা ও সঞ্জয় সমাদ্দার। প্রযোজনা করেছে তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস।

Editorialnews24 September 1, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages