সম্প্রতি অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার বিচ্ছেদের গুঞ্জন বলিউডে জোরাল হয়েছে। সুনীতা আদালতে গোবিন্দের বিরুদ্ধে পরকীয়া, নিষ্ঠুরতা এবং পরিত্যাগের অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। এরই মাঝে হঠাৎ মুম্বাই বিমানবন্দরে দেখা মিলেছে অভিনেতা গোবিন্দের।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সাদা পোশাক ও সানগ্লাস পরে নিজের টিমসহ বিমানবন্দরে আসেন গোবিন্দ। এ সময় পাপারাজ্জিদের দিকে হাত নেড়ে অভিবাদন জানান এবং চুম্বন ছুড়ে দেন। এরপর স্বাভাবিকভাবেই বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন তিনি।
পাপারাজ্জিদের ক্যামেরায় ধারণ করা ভিডিওগুলোতে দেখা গেছে, গোবিন্দ মিডিয়ার চোখ এড়িয়ে চলার চেষ্টা করেননি। বরং কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ দেন এবং ধীর গতিতে এগিয়ে যান।
অন্যদিকে, শোনা যাচ্ছে—সুনীতা আহুজা বিচ্ছেদ মামলার প্রতিটি শুনানিতে আদালতে হাজির থাকলেও গোবিন্দ এখনও কোনো শুনানিতে উপস্থিত হননি। এ বিষয়টি তাদের ডিভোর্সের গুঞ্জনকে আরও জোরালো করছে।...