Skip to Content

আমি স্ট্যাটাস দিই আর গালি শুনি, অনেকে ভয়ও দেখায়: জয়

September 2, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় জানিয়েছেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিলেই গালাগাল ও হুমকির মুখে পড়েন। এক ফেসবুক পোস্টে জয় বলেন, “আমি স্ট্যাটাস দিই আর গালি শুনি। অনেকে ভয়ও দেখায়। যারা চুপ থাকে, তাদের কেউ গালিও দেয় না, অপরাধীও ভাবে না।”

তিনি আরও লেখেন, “যদি আমি সত্যিই কোনো অপরাধী হতাম, তাহলে নিশ্চয় চুপচাপ থাকতাম, স্ট্যাটাস দিতাম না। আশপাশে এমন অনেকেই আছে।”

জয়ের এমন স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তার অবস্থানের সঙ্গে একমত পোষণ করেছেন, আবার অনেকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তাকে।

একজন মন্তব্য করেন, “আচ্ছা ভাইয়া, আপনাকে মানুষ কেন গালি দেয়?” অন্য একজন লেখেন, “সত্যের পক্ষে থাকলে মানুষ ভালোবাসবেই, তবে আওয়ামী লীগ থেকে দূরে থাকুন।”

আরও একজন মন্তব্য করেন, “এত কথা বলার দরকার নেই, চুপ থাকেন কয়দিন, দিন ফিরবে ইনশাআল্লাহ।” অপর একজন জয়কে পরামর্শ দিয়ে বলেন, “তোমার যোগ্যতার কাছে ওরা আসতে পারে না, তাই হিংসায় এসব করে। ইগনোর করো, এগিয়ে চলো।”

Editorialnews24 September 2, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages