জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ১৯’-এর সঞ্চালনায় ফিরছেন বলিউড সুপারস্টার সালমান খান। তবে এবার তিনি পুরো সিজনজুড়ে থাকছেন না—মাত্র ১৫ সপ্তাহ সঞ্চালনার দায়িত্ব পালন করবেন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রতি পর্বে আগের মতোই ১০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন সালমান, তবে সময় কম থাকায় মোট পারিশ্রমিক দাঁড়াবে ১৫০ কোটি রুপি (আগে ছিল ২৫০ কোটি)।
সিজনের মাঝামাঝি সময়ে সঞ্চালনার দায়িত্ব নিতে পারেন ফারাহ খান ও করণ জোহর।
এবারের মৌসুমের থিম রাজনীতি ঘিরে, যা দর্শকদের দেবে নতুন অভিজ্ঞতা। ‘বিগ বস ১৯’-এর শুটিং শুরু হয়েছে ২২ আগস্ট, প্রথম সম্প্রচার হবে জি হটস্টারে, পরে কালারস টিভিতে।