আগামী ৭ সেপ্টেম্বর (রবিবার) রাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
আইএসপিআর জানিয়েছে, আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এই গ্রহণ দেখা সম্ভব। গ্রহণ শুরু হবে রাত ৯টা ২৮ মিনিটে এবং শেষ হবে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত—মোট স্থায়িত্ব প্রায় ৭ ঘণ্টা ২৭ মিনিট।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে কেনিয়ার মোম্বাসা পর্যন্ত বিস্তৃত এলাকায়। তবে উত্তর ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশ থেকে এটি দেখা যাবে না।