শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’ নিয়ে ভক্তদের মধ্যে তুমুল আগ্রহের মাঝে ফাঁস হলো তার লুক। সম্প্রতি ‘রেডিট’-এ ছড়িয়ে পড়া একটি ছবিতে ধূসর স্পাইক করা চুল ও সাদা টি-শার্টে দেখা গেছে শাহরুখকে।
যদিও ছবিটি দূর থেকে তোলা, তবে ভক্তদের ধারণা, ‘কিং’ ছবিতে এমন লুকেই হাজির হবেন শাহরুখ।
উল্লেখ্য, ছবির শুটিং করতে গিয়ে আহত হন শাহরুখ। পরে হাতের অস্ত্রোপচার করতে হয়। আর্ম স্লিং নিয়েই ছেলে আরিয়ান খানের প্রজেক্টে হাজির হন তিনি।
সেদিন রসিকতা করে শাহরুখ বলেন, “আমি এমনিতেই এক হাতে সব করি— খাওয়া, দাঁত মাজা, মাথা চুলকানো— সব এক হাতেই হয়ে যায়!”
এর আগেও ‘জওয়ান’ ছবিতে প্রবীণ চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছিলেন শাহরুখ। এবার ‘কিং’-এ তাকে দেখা যাবে মেয়ের সঙ্গে— কারণ এই ছবিতে থাকছেন সুহানা খানও।