বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি বলেন, মাত্র চার বছরের ক্যারিয়ারে সালমান শাহ ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে বদলে দিয়েছেন ঢাকাই সিনেমার ধারা।
অপূর্ব বলেন, “সালমান শাহ ছিলেন বাংলা সিনেমার ফ্যাশন আইকন ও তরুণ প্রজন্মের আইডল। মৃত্যুর এত বছর পরও তার জনপ্রিয়তা অটুট, বরং দিন দিন আরও বাড়ছে। ভক্তদের কাছে তিনি এক রহস্যঘেরা বিস্ময়।”
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশে চলে যান সালমান শাহ। মৃত্যুর ২৯ বছর পরও তিনি ভক্তদের হৃদয়ে সমানভাবে জীবন্ত।