Skip to Content

সালমান শাহর জন্মদিনে ভক্তদের ঢল সিলেটের বাড়িতে

September 6, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর ৫৪তম জন্মবার্ষিকী ছিল শনিবার (৬ সেপ্টেম্বর)। এ উপলক্ষে সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় অবস্থিত সালমান শাহ ভবনে দেশ-বিদেশ থেকে আসা অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ী ভিড় করেন।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্ম নেওয়া শাহরিয়ার চৌধুরী ইমন ‘সালমান শাহ’ নামে পরিচিতি পান চলচ্চিত্রে। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে তার রূপালি পর্দায় অভিষেক ঘটে। মাত্র চার বছরে ২৭টি সিনেমায় অভিনয় করে প্রায় সবগুলোতেই সুপারহিট জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

তার মৃত্যু বাংলাদেশের বিনোদন অঙ্গনে আজও রহস্য ও বিতর্কের বিষয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার নিজ অ্যাপার্টমেন্টে তার মরদেহ পাওয়া যায়। পুলিশ এটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করলেও পরিবার ও ভক্তরা এখনো তা মানতে নারাজ। তারা এই মৃত্যু নিয়ে পূর্ণ তদন্ত ও সঠিক বিচার দাবি করে আসছেন।

জন্মদিনে সালমান শাহর মামা আলমগীর কুমকুম সংবাদমাধ্যমে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে জানান, স্মৃতির ভারে তিনি বাকরুদ্ধ।

সুনামগঞ্জ থেকে আসা এক ভক্ত বলেন, "সালমান শাহ এমন স্টাইল নিয়ে এসেছিলেন, যা আজও কেউ পারেনি।" নবীগঞ্জের আরেকজন বলেন, "অনেক অপরাধীর বিচার হয়েছে, কিন্তু সালমান শাহর মৃত্যু নিয়ে এখনো সঠিক বিচার হয়নি—এটা দুঃখজনক।"

চলচ্চিত্র পরিচালক রেজা হাসমত বলেন, "সালমান শাহ এমন একজন শিল্পী, যাকে পুরো ইন্ডাস্ট্রি ভালোবাসত। আমি সরকারের কাছে অনুরোধ করছি, সিলেটে তার নামে একটি সড়ক বা চত্বরের নামকরণ করা হোক।"

ভক্তদের ভালোবাসায় সালমান শাহ আজও জীবন্ত একটি কিংবদন্তি।

Editorialnews24 September 6, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages