অবশেষে এক ছাতার নিচে দেখা মিলছে বলিউডের তিন খান—শাহরুখ, সালমান ও আমিরকে! আর তা নাকি আরিয়ান খানের সেটে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভীষণভাবে ভাইরাল হয়ে জোর আলোচনা-জল্পনার জন্ম দিয়েছে।
শনিবার সকালে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে শুটিং সেটের পেছনে রাখা একটি প্রসাধনী ভ্যানের গায়ে তিন খানদের নাম—শাহরুখ, সালমান ও আমির। ছবিটি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে ‘তিন খান একসঙ্গে’ হওয়ার সম্ভাবনা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অনেকে মন্তব্য করেছেন, “বহু দিনের স্বপ্ন আজ আরিয়ান খানের হাত ধরে পূরণ হতে পারে! তবে প্রশ্ন রয়ে গেল, তারা কোন প্রজেক্টে একসঙ্গে আসছেন?”
নেটিজেনদের ধারণা, আরিয়ান পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এ তিন খানকে একসঙ্গে দেখা যেতে পারে। ইতোমধ্যে সিরিজের ঝলকে ধরা পড়েছে সালমান ও শাহরুখের অংশগ্রহণ। তাই আমিরও যুক্ত হবেন বলে গুঞ্জন চলছে।
গত বছর আমির খান নিজেই একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “আমিই প্রথম তিন জনের একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছি। শাহরুখ ও সালমানও এতে সম্মত হয়েছে। তবে এটা বাস্তবায়নের জন্য প্রয়োজন ভালো একটি গল্প, ভালো চিত্রনাট্য।”
তাই অনুরাগীরা অপেক্ষায় আছেন সেই চমকপ্রদ প্রজেক্টের জন্য, যেখানে তিন খানকে একসঙ্গে দেখতে পাবেন।
সূত্র: আনন্দবাজার