Skip to Content

মারা গেছেন কেজিএফের জনপ্রিয় অভিনেতা

August 26, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

মারা গেছেন কেজিএফখ্যাত প্রখ্যাত কন্নড় অভিনেতা দিনেশ মাঙ্গালোর। সোমবার (২৫ আগস্ট) ভোররাতে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ‘কান্তারা: অধ্যায় ১’ চলচ্চিত্রের শুটিং করছিলেন দিনেশ মাঙ্গালোর। শুটিং সেটেই স্ট্রোকে আক্রান্ত হন তিনি। এরপর বেঙ্গালুরুতে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন।

তবে গত সপ্তাহে আবার অসুস্থতা বাড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এই অভিনেতার। পরে একটু ভালো বোধ করলে তাকে বাড়িতে নিয়ে আসা হলে সেখানেই মৃত্যুবরণ করেন এই অভিনেতা।

জানা যায়, ব্যক্তিজীবনে দিনেশ মাঙ্গালোর দুই সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে। উডুপি জেলার কুন্দাপুরে জন্মগ্রহণ করা দিনেশ মাঙ্গালোর শুরুতে একজন আর্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন।

পরে অভিনয়ের জগতে প্রবেশ করে তিনি নিজেকে কন্নড় সিনেমার একজন শক্তিশালী পার্শ্বচরিত্রে পরিণত করেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রানা বিক্রম’, ‘আম্বারি’, ‘সাভারি’, ‘ইন্তি নিন্না বেটি’, ‘আ ডিঙ্গি’, ‘তুঘলক’, ‘বেট্টাদা জীবন’, ‘সূর্য কান্তি’, ‘কিরিক পার্টি’ প্রভৃতি।

দিনেশ মাঙ্গালোর সবচেয়ে বেশি পরিচিতি পান ‘কেজিএফ চ্যাপ্টার ১’-এ বোম্বের ডন শেঠির ভূমিকায় অভিনয় করে। তিনি সেখানে প্রধান চরিত্র রকির সঙ্গে দ্বন্দ্বে জড়ান এবং পরবর্তী সিকুয়েলে তার চরিত্রটি মারা যায়। কেজিএফের সাফল্যের পর তিনি ভারতজুড়ে পরিচিতি পান।

প্রতিবেদন অনুসারে, দিনেশের মরদেহ ২৫ আগস্ট সন্ধ্যায় তার উডুপির বাড়িতে আনা হয়। এরপর মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এরপর তার শেষকৃত্য অনুষ্ঠিত হয় সুমনাহল্লি শ্মশানে।

Editorialnews24 August 26, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages