Skip to Content

চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে কখন?

September 7, 2025 by
Editorialnews24
Inteshar Ahmed

আজ রাতেই ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক দৃশ্য— বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত। ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৭ মিনিটে বাংলাদেশে চন্দ্রগ্রহণ শুরু হয়ে চলবে পরদিন ভোর পর্যন্ত, মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট ধরে। এই সময়ের মধ্যে ৮২ মিনিটের জন্য চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়ায় ঢাকা পড়বে এবং রক্তিম লাল রঙে রূপ নেবে।

এই চমকপ্রদ দৃশ্য শুধু বাংলাদেশ নয়, দেখা যাবে এশিয়া, ইউরোপের কিছু অংশ, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কিছু জায়গা থেকেও। যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে পড়ে এবং সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছাতে পারে না, তখন পৃথিবীর বায়ুমণ্ডলের লালচে আলো প্রতিফলিত হয়ে চাঁদকে রক্তিম রঙে রাঙিয়ে তোলে।

ব্লাড মুন দেখার জন্য রাত ৮টার পর খোলা আকাশের নিচে বা উঁচু জায়গায় অবস্থান করাই ভালো। খালি চোখেই দেখা যাবে, তবে টেলিস্কোপ বা দুরবিন ব্যবহার করলে অভিজ্ঞতা আরও দুর্দান্ত হবে। ফটোগ্রাফারদের জন্যও এটি একটি দারুণ সুযোগ— আকাশের এই অপূর্ব মুহূর্তটি ক্যামেরাবন্দি করার জন্য।

সূত্র : দ্য ইকোনমিক টাইমস

Editorialnews24 September 7, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages